
ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদসহ পূর্বঘোষিত নয় দফা দাবিতে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও রাত ৮টায় ভিডিও বার্তায় একই কর্মসূচি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ।
সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সারাদেশের মানুষকে অলিগলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তারা।
এর আগে গতকাল শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনের সঙ্গে একাকত্ম ঘোষণা করে রাজপাথে বিক্ষোভ করে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ, উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পী সমাজ, চিকিৎসকরা।