সোনার পদকে চীন সবার ওপরে

আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৯:০০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৯:০০:০১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
প্যারিস অলিম্পিকে সোনার পদকে সবার ওপরে আছে চীন। ছেলেদের ডাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জয়ের পর চীনের মোট সোনার পদক হলো ১২টি। এখন পর্যন্ত ১২টি সোনার সঙ্গে ৭টি করে রূপা ও ব্রোঞ্জ জিতে মোট ২৬টি পদক চীনের। তারা আছে তালিকার এক নম্বরে। যদিও সবমিলিয়ে পদক বেশি জিতেছে যুক্তরাষ্ট্র। ৯ সোনা ১৬ রূপা এবং ১৩ ব্রোঞ্জ নিয়ে তাদের পদক মোট ৩৮টি। সোনার পদকে এখনও চীনের থেকে তিন ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র। তৃতীয় স্থানে থাকা ফ্রান্স সোনার পদক জিতেছে ৮টি। ১১ রূপা এবং ৯টি ব্রোঞ্জসহ ফ্রান্সের মোট পদক এখন ২৮টি। ৮টি করে সোনার পদক জিতেছে অস্ট্রেলিয়া এবং জাপানও।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net