
জনতা ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভ যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেয়েছে বলে নিশ্চিত করেছেন লিথুয়ানিয়ার পররাষ্টমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবার্গিস।
গত বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যতম বড় অস্ত্র সরবারহকারী দেশ যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেন বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের জন্য অপেক্ষায় ছিল। এই যুদ্ধবিমান চালানোর জন্য বেশ কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে প্রশিক্ষণও নিয়েছেন ইউক্রেনীয় পাইলটরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। এফ-১৬ যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। বিশ্বব্যাপী যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধবিমান বেশ পরীক্ষিত। এটিতে ২০ মিলিমিটারের একটি বন্দুক রয়েছে। এছাড়া বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যুদ্ধবিমানটি। এ প্রসঙ্গে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবার্গিস নিজের এক্স হ্যান্ডলে বলেন, এফ-১৬ ইউক্রেনে পৌঁছেছে। এর মধ্যদিয়ে অসম্ভব আরও একটি কাজ সম্ভব হলো। যুদ্ধবিমানটি কিয়েভের কাছে পৌঁছেছে নিশ্চিত করেছেন মার্কিন এক কর্মকর্তাও। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইউক্রেন। এদিকে ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে বলে জানিয়েছে ডেনমার্ক। দেশটিতে নেদারল্যান্ডস থেকে আরও ২৪টি এফ-১৬ যুদ্ধবিমান পৌঁছানোর কথা রয়েছে। এর বাইরে নরওয়েও ৬টি এফ-১৬ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।