ছবি এঁকে প্রতিবাদ জানাল মিথিলাকন্যা আয়রা

আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৬:৪১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৬:৪১:২৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশের নাজেহাল পরিস্থিতিতে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় যেন খুব বেশি মর্মাহত তিনি। তার বিভিন্ন বিদ্রোহী পোস্টের ক্যাপশনের কথাগুলোতে একেকটি প্রতিবাদের সুর।এই মুহূর্তে কলকাতা ছেড়ে মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় সময় কাটাচ্ছেন মিথিলা। এরইমধ্যে গত বৃহস্পতিবার ফেসবুকে মেয়ের আঁকা কিছু ছবি পোস্ট করেছেন মিথিলা। ছবিতে দেখা যায়, লাল রক্ত মাখা শরীরে একটি বেডিতে পড়ে আছে কিছু নিথর শরীর। পাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আরও কিছু মানুষ। তার একটি প্ল্যাকার্ডে লেখা ‘উই ওয়ান্ট ফ্রিডম’। আরেকটি প্ল্যাকার্ডে লেখা, ‘উই ওয়ান্ট জাস্টিস’। ওপরের প্রচ্ছদে লেখা,‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’। আয়রার আঁকা ছবিটি দেখে বুঝতে বাকি নেই যে দেশে চলমান কোটা আন্দোলন পরিস্থিতিতে সম্প্রতি ঘটে যাওয়া গুলিকাণ্ডের চিত্র এগুলো। সোশ্যাল শেয়ার করে ক্যাপশনে মিথিলা উল্লেখ করে দেন, ‘আমার মেয়ের আঁকা ছবি। ছোটরাও বড় হয়ে গেলো। এবার বড়দের একটু সুমতি হোক।’ ছবিগুলো দেখে মিথিলার ভক্তরা বেশ চমকে যান। কেউ লিখেছেন, ‘ওরা আমাদের চেয়ে সাহসী।’ কারও মন্তব্য, ‘ভীষণ সুন্দর এবং বুদ্ধিদীপ্ত।’ এদিকে গত বৃহস্পতিবার কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় বিক্ষোভ-প্রতিবাদ জানিয়েছে শিল্পী সমাজ। একই সংহতি জানিয়ে এদিন সকালে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছিলেন মিথিলা। সেখানে সকলের সঙ্গে আন্দোলন ঘিরে হত্যার হিসাব ও বিচার করাসহ নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net