নিজের অভিনয় নিয়ে উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর

আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৬:৪০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৬:৪০:৪০ অপরাহ্ন

বিনোদন ডেস্ক
একটা সময় অভিনয় নিয়ে নানা কটূক্তির শিকার হওয়া অভিনেত্রী জাহ্নবী কাপুরের চলতি সময়টা বেশ ভালোই কাটছে। একের পর এক ‘রুহি’, ‘গুডলাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’র মতো প্রশংসিত সিনেমা ঝুলিতে পুড়েছেন। সিনেমাগুলো বক্স অফিসে বেশ ঝড় না তুলতে পারলেও অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন ভক্ত- সমালোচকদের। সেই ধারাবাহিকতায় একাধিক বলিউড সিনেমার পাশাপাশি নাম লিখিয়েছেন তেলেগু ও তামিল সিনেমায়। মুক্তির অপেক্ষায়ও রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। সেই তালিকায় থাকা ‘উলাজ’ সিনেমাটি পর্দায় এসেছে গতকাল শুক্রবার। সিনেমাটি ঘিরে দর্শকদের যেমন কৌতূহল রয়েছে তেমনি নিজের অভিনয় নিয়ে দারুল উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর। সম্প্রতি প্রকাশিত ট্রলারেও জাহ্নবীর উচ্ছ্বাসের যথার্থ কারণও মিলেছে। ট্রেলারের পরতে পরতে দেখা গেছে সাসপেন্স ও অপ্রত্যাশিত চমক। সিনেমাটিতে একজন কূটনীতিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার ট্রেলার প্রকাশ করে ইনস্টাগ্রামে জাহ্নবী লিখেছেন, ‘প্রতিটি চরিত্রের একটা গল্প আছে। প্রত্যেক গল্পের একটা গোপনীয়তা আছে। প্রত্যেক গোপনীয়তার পেছনে একটা জাল রয়েছে। সেই জাল ভেদ করা সহজ নয়।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net