নিজের মৃত্যুর গুজব শুনে অবাক শঙ্কর চক্রবর্তী

আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৬:৪০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৬:৪০:১২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
নিজের মৃত্যুর খবরে চমকে গেলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। গত বৃহস্পতিবার সকালে শঙ্কর চক্রবর্তীর মারা যাওয়ার খবর প্রকাশের পর হতবাক অভিনেতার ভক্ত-অনুরাগীরা। নিজের মৃত্যুর এমন গুজব শুনে সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেতা। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শঙ্কর চক্রবর্তী জানান, ‘দিব্যি আছি। ভালো আছি। সকাল থেকে একের পর এক ফোন এসেই চলেছে। কী করে যে এমন খবর ছড়াল’! এরপর খানিকটা ক্ষোভ ঝেড়ে বলেন, তার কথাকে বিকৃত করে তা ছড়ানো হচ্ছে। এসময় উদাহরণ দিয়ে শঙ্কর বলেন, এক সাক্ষাৎকারে আমি বলেছিলাম, বড় বাড়ির পরিবর্তে একটা ছোট ফ্ল্যাট হলে ভালো হত। কিন্তু খবরে দেখলাম বলা হয়েছে, আমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাই। শঙ্কর আরও বলেন, কাজের সুবিধার জন্য আমার মেয়ে মুম্বাইয়ে থাকে। কিন্তু সংবাদে বলা হলো বাবা-মেয়ের এখন কোনো বনিবনা নেই! আমার মৃত্যুর গুজবটাই শোনা বাকি ছিল। এবার সেটাও হয়ে গেল! মৃত্যুর ভুল খবর ছড়িয়ে পড়া প্রসঙ্গে শঙ্কর বলেন, ফোনের পর ফোন এসেই চলেছে। কীভাবে এই গুজব ছড়াল বুঝতে পারছি না। আমার এখন সাক্ষাৎকার নেয়ার এমন হিড়িক পড়েছে, যেন আমি মরে যাচ্ছি! নিজের অনুভূতি জানিয়ে শঙ্কর আরও বলেন, স্ত্রী মৃত্যুর পর একাকিত্বের চাদরে মুরে আছি। ঠিকমতো খাওয়া দাওয়া হতো না। অ্যালকোহল খেতাম। তবে সে জীবন থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে আসার চেষ্টা করছি। স্ত্রী সোনালির কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে অভিনেতার। বলেন, সোনালিবিহীন জীবনে দিব্যি রয়েছি, ভালোই তো আছি! এই মুহূর্তে একমাত্র থিয়েটারই আমাকে ভালো থাকতে সাহায্য করছে।২০২২ সালের ৩১ অক্টোবর স্ত্রী সোনালি চক্রবর্তীকে হারান অভিনেতা শঙ্কর চক্রবর্তী। এরপর থেকেই নিঃসঙ্গ আর বিষন্নতায় জীবন পার করছেন কলকাতার ছোট ও বড় পর্দা কাঁপানো এ তারকা। 
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net