
রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পুলিশের দাবি, মোহাম্মদপুরের লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে শ্রমিক লীগ নেতা তাজেল গাজী ৩০ হাজার টাকায় এই হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাজেল গাজী ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিরা হলো- ইকবাল হোসেন (২২), মো. শাকিল (২৫), মো. রাকিব (১৯), মো. ইব্রাহিম (১৯) ও মো. সুজন (২৪)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, মোহাম্মদপুরের কাটাসুরে ৩৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে সোমবার রাতে কয়েক জন যুবক কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলম চাঁন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্তে নেমে সুজনকে গ্রেপ্তার করা হয়। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরই সূত্র ধরে মোহাম্মদপুর থেকে শ্রমিক লীগ নেতা ও তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাজেলের বিষয় ডিসি আজিমুল বলেন, তাজেল বেশ কয়েকটি হত্যা মামলার আসামি। মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় লেগুনাস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতো। এ ছাড়া সে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। লেগুনা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করা নিয়ে কামালের সঙ্গে দ্বন্দ্বের জেরে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটায় সে।