স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের অনুশীলনে ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ পয়েন্ট কাটা গিয়েছিল কানাডার। গ্রুপ পর্বের দুই ম্যাচ জয়ের পরও। তার পরেও দলটার কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে তা বাধা সৃষ্টি করতে পারেনি। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিক নারী ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কানাডা। মার্শেইতে শেষ আটে তাদের প্রতিপক্ষ জার্মানি। পয়েন্ট কর্তণে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে কানাডা আপিলও করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানেও। আগের রায় বহাল থেকেছে। তাই প্রথম দুই ম্যাচ জিতলেও পয়েন্ট ছিল শূন্য। কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা ধরে রাখতে এদিন জয়ের বিকল্প ছিল না তাদের।
ম্যাচের ৬২ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ভেনেসা গিলস। ম্যাচ জয়ের পর কানাডা অধিনায়ক জেসে ফ্লেমিং বলেছেন, ‘রায়ের সিদ্ধান্ত যাই হোক। আমরা এই ম্যাচ জয়ের জন্যই মাঠে নেমেছিলাম। রায় বহাল থাকলেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি।’ পয়েন্ট কর্তণের পাশাপাশি কানাডার কোচ বেভ প্রিয়েস্টম্যান, সহকারী কোচ ও পারফরম্যান্স অ্যানালিস্টকে এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। ঘটনার পর পর বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের। অথচ তিন বছর আগে টোকিও অলিম্পিকে সোনা জেতা কানাডার কোচ ছিলেন প্রিয়েস্টম্যান। ওই ঘটনায় নিজের সম্পৃক্ততা থাকায় পরে ক্ষমা চেয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের অনুশীলনে ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ পয়েন্ট কাটা গিয়েছিল কানাডার। গ্রুপ পর্বের দুই ম্যাচ জয়ের পরও। তার পরেও দলটার কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে তা বাধা সৃষ্টি করতে পারেনি। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিক নারী ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কানাডা। মার্শেইতে শেষ আটে তাদের প্রতিপক্ষ জার্মানি। পয়েন্ট কর্তণে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে কানাডা আপিলও করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানেও। আগের রায় বহাল থেকেছে। তাই প্রথম দুই ম্যাচ জিতলেও পয়েন্ট ছিল শূন্য। কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা ধরে রাখতে এদিন জয়ের বিকল্প ছিল না তাদের।
ম্যাচের ৬২ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ভেনেসা গিলস। ম্যাচ জয়ের পর কানাডা অধিনায়ক জেসে ফ্লেমিং বলেছেন, ‘রায়ের সিদ্ধান্ত যাই হোক। আমরা এই ম্যাচ জয়ের জন্যই মাঠে নেমেছিলাম। রায় বহাল থাকলেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি।’ পয়েন্ট কর্তণের পাশাপাশি কানাডার কোচ বেভ প্রিয়েস্টম্যান, সহকারী কোচ ও পারফরম্যান্স অ্যানালিস্টকে এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। ঘটনার পর পর বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের। অথচ তিন বছর আগে টোকিও অলিম্পিকে সোনা জেতা কানাডার কোচ ছিলেন প্রিয়েস্টম্যান। ওই ঘটনায় নিজের সম্পৃক্ততা থাকায় পরে ক্ষমা চেয়েছেন তিনি।