
স্পোর্টস ডেস্ক
আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু থাকলেও সেটি নিয়ে আপত্তি জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দাল। নিয়ম সংক্রান্ত বিষয়ে অন্যান্য ক্লাবগুলোরও আলাদা দাবি আছে। যেমন সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান আবার কমপক্ষে সাতজন খেলোয়াড়কে বিধি নিষেধ ছাড়া রিটেইন করার পক্ষে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বুধবার এক সভায় বিভিন্ন নিয়ম পরিবর্তের কথা জানিয়েছেন তারা। তাতে অংশ নিয়েছিলেন দশ দলের মালিকেরাই। সভায় কেউ কেউ মেগা নিলাম বাতিলের পক্ষেও মত দিয়েছেন। তবে এর পক্ষে-বিপক্ষে অবস্থান আছে মালিকদের। এ প্রসঙ্গে জিন্দাল বলেছেন, এই বিষয়ে সব মালিক একই অবস্থানে নেই। তবে অনেকে পক্ষে থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি, ‘আমি বিস্মিত হয়েছি। এটা নিয়ে রীতিমত বিতর্ক হয়েছে। অনেকে বলেছে মেগা নিলামের কোনো প্রয়োজনই নেই। ছোট নিলামের পক্ষে কথা বলেছেন তারা। আমি অবশ্য তাদের দলে নই।
আমার মতে নিলাম সবার অবস্থানকে একটা সমতায় নিয়ে আসে। তাই এটা সবার জন্যই শ্রেয়। এটা প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়ে নিয়ে যায়।’ পাঁচ বছরে মেগা নিলামের পক্ষে থাকাদের মধ্যে মারানও অন্যতম। তবে ২০২৫ সালে ছোট নিলামের প্রস্তাব করেছেন তিনি। সভাটি অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যালয়েই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় আসা বিভিন্ন সুপারিশ আইপিএলের গভর্নিং কাউন্সে আলোচনা হবে।
সেখানেই বিষয়গুলো আরও গভীর বিশ্লেষণ ও পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে রিটেনশন ও ২০২৫ সালের নিলামের নিয়ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা আগস্টের শেষ দিকে।
আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু থাকলেও সেটি নিয়ে আপত্তি জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দাল। নিয়ম সংক্রান্ত বিষয়ে অন্যান্য ক্লাবগুলোরও আলাদা দাবি আছে। যেমন সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান আবার কমপক্ষে সাতজন খেলোয়াড়কে বিধি নিষেধ ছাড়া রিটেইন করার পক্ষে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বুধবার এক সভায় বিভিন্ন নিয়ম পরিবর্তের কথা জানিয়েছেন তারা। তাতে অংশ নিয়েছিলেন দশ দলের মালিকেরাই। সভায় কেউ কেউ মেগা নিলাম বাতিলের পক্ষেও মত দিয়েছেন। তবে এর পক্ষে-বিপক্ষে অবস্থান আছে মালিকদের। এ প্রসঙ্গে জিন্দাল বলেছেন, এই বিষয়ে সব মালিক একই অবস্থানে নেই। তবে অনেকে পক্ষে থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি, ‘আমি বিস্মিত হয়েছি। এটা নিয়ে রীতিমত বিতর্ক হয়েছে। অনেকে বলেছে মেগা নিলামের কোনো প্রয়োজনই নেই। ছোট নিলামের পক্ষে কথা বলেছেন তারা। আমি অবশ্য তাদের দলে নই।
আমার মতে নিলাম সবার অবস্থানকে একটা সমতায় নিয়ে আসে। তাই এটা সবার জন্যই শ্রেয়। এটা প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়ে নিয়ে যায়।’ পাঁচ বছরে মেগা নিলামের পক্ষে থাকাদের মধ্যে মারানও অন্যতম। তবে ২০২৫ সালে ছোট নিলামের প্রস্তাব করেছেন তিনি। সভাটি অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যালয়েই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় আসা বিভিন্ন সুপারিশ আইপিএলের গভর্নিং কাউন্সে আলোচনা হবে।
সেখানেই বিষয়গুলো আরও গভীর বিশ্লেষণ ও পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে রিটেনশন ও ২০২৫ সালের নিলামের নিয়ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা আগস্টের শেষ দিকে।