
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে যারা বাধা হয়ে দাঁড়াবে সেই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোটাবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহাউদ্দীন নাছিম বলেন, এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের সবার প্রতি প্রধানমন্ত্রী গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি তাদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা কখনো হত্যার রাজনীতি করে না। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ করে না। আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যারা হত্যার সাথে জড়িত তাদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। আমরা মানুষের জন্য রাজনীতি করি। এটাই জাতির পিতার আদর্শ।
জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী। এছাড়া অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাহাউদ্দীন নাছিম বলেন, এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের সবার প্রতি প্রধানমন্ত্রী গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি তাদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা কখনো হত্যার রাজনীতি করে না। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ করে না। আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যারা হত্যার সাথে জড়িত তাদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। আমরা মানুষের জন্য রাজনীতি করি। এটাই জাতির পিতার আদর্শ।
জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী। এছাড়া অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।