সুস্থ হয়ে বাসায় ফিরলেন কভিড আক্রান্ত ববিতা

আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১২:২৫:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১২:২৫:০৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক
কভিড আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন দেশবরেণ্য অভিনেত্রী ববিতা। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার করোনা নেগেটিভ হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরে যান। গত শনিবার সকালে গণমাধ্যমকে ববিতার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর জানিয়েছেন তার ছোট বোন অভিনয়শিল্পী চম্পা। তিনি জানিয়েছেন, আপাতত সুস্থ আছেন ববিতা। তবে শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। এর আগেও একবার ববিতা করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান চম্পা।  চম্পা জানান, কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। জ¦র ছিল না, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন করোনা পজিটিভ হওয়ার খবরটি। কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৮ জুলাই ববিতাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সত্তরের দশকে ‘শেষ পর্যন্ত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় ববিতার। জহির রায়হান পরিচালিত ‘জ¦ালতে সুরুজ কি নিচে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার পথ চলা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিকভাবে অঙ্গনেও প্রশংসিত হন। কিংবদন্তি অভিনেত্রী ববিতা প্রথম নারী অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর নিজের অভিনয় দক্ষতায় একাধিকবার এই পুরস্কার পেয়েছেন তিনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net