
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ‘বিএনপি-জামায়াতের সহিংসতায়’ নিহত শিক্ষার্থীসহ প্রাণ হারানো সাধারণ মানুষের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং আগামী রোববার (২৮ জুলাই) দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এতে আরও বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।