বিনোদন ডেস্ক
মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ভাই আমান প্রীত সিং। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সকালে আমান প্রীতসহ আরো ৪ জনকে গ্রেপ্তার করে তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক্স ডিপার্টমেন্ট। জানা গেছে, তাদের কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যা বিক্রির জন্য হায়দরাবাদে আনা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত এমন আরো ৩০ জনকে শনাক্ত করেছে পুলিশ। রাজেন্দ্র নগর জোনের ডিসিপি শ্রীনিবাস বলেন, ‘গ্রেপ্তারকৃত পাঁচজনকে থানায় নিয়ে এসেছি। তাদের পরীক্ষা করা হলে শরীরে মাদকের নমুনা পাওয়া যায়। তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। শিগগিরি আদালতে তোলা হবে।’ পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত করার পর জানা যাবে আমান প্রীত সিং কাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিযুক্তদের সঙ্গে কবে থেকে আমান প্রীতের যোগসূত্র তা খতিয়ে দেখছে পুলিশ। এদের মধ্যে কয়েকজন ভারতীয় এবং কয়েকজন নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। তাদের কেউ কেউ অপরাধী। ধারণা করা হচ্ছে, এই মাদক চক্রের কাজকর্ম গত দেড় বছর ধরে চলছে। আমান প্রীত সিং একজন অভিনেতা, তবে কোন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এর আগে মাদক মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় আমান প্রীত সিং এর বোন রাকুল প্রীত সিংকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও পুলিশ জানিয়েছে, ‘এই মামলার সঙ্গে রাকুল প্রীতের কোন সম্পর্ক নেই, আমরা রাকুল প্রীতের সঙ্গে জড়িত কোন মামলার তদন্ত করছি না, তার নাম অকারণে এখানে টেনে আনার দরকার নেই।’-টাইমস অব ইন্ডিয়া