
আইফোন সিরিজ 15 লঞ্চ করেছে অ্যাপেল। এই সিরিজের সবথেকে হাই-এন্ড স্মার্টফোন আইফোন 15 প্রো ম্যাক্স। এই প্রো ম্যাক্স’র সূচনা গত বছর থেকে শুরু হয়েছে। আইফোন 14 প্রো ম্যাক্সের উত্তরসূরি আইফোন 15 প্রো ম্যাক্স মোট তিনটি ভেরিয়েন্টে সামনে এনেছে অ্যাপেল।
একগুচ্ছ ফিচার্স, অ্যাপেলের নতুন প্রসেসর এবং দারুণ ক্যামেরা নিয়ে বাজারে এসেছে এই স্মার্টফোন। ভারতে 15 সেপ্টেম্বর থেকে বুক করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা, বিক্রি শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে।
Apple iPhone: প্রথম দিনেই সুপারহিট মেড-ইন-ইন্ডিয়া iPhone 15! খুশি হয়ে বড় ঘোষণা অ্যাপেলের
iPhone 15 Pro Max ফিচার্স
6.70 ইঞ্চি OLED ডিসপ্লের (2796 x 1290 পিক্সেল) এই স্মার্টফোনে পাবেন A17 Bionic প্রসেসর যা সংস্থার দাবি অনুসারে, আগের প্রসেসরের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। স্মার্টফোনের গতি বৃদ্ধির পাশাপাশি নিউরাল ইঞ্জিন ও মেশিন লার্নিংয়ের সুবিধাও পাওয়া যাবে এই 3 ন্যানো মিটারের প্রসেসরে।
একগুচ্ছ ফিচার্স, অ্যাপেলের নতুন প্রসেসর এবং দারুণ ক্যামেরা নিয়ে বাজারে এসেছে এই স্মার্টফোন। ভারতে 15 সেপ্টেম্বর থেকে বুক করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা, বিক্রি শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে।
Apple iPhone: প্রথম দিনেই সুপারহিট মেড-ইন-ইন্ডিয়া iPhone 15! খুশি হয়ে বড় ঘোষণা অ্যাপেলের
iPhone 15 Pro Max ফিচার্স
6.70 ইঞ্চি OLED ডিসপ্লের (2796 x 1290 পিক্সেল) এই স্মার্টফোনে পাবেন A17 Bionic প্রসেসর যা সংস্থার দাবি অনুসারে, আগের প্রসেসরের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। স্মার্টফোনের গতি বৃদ্ধির পাশাপাশি নিউরাল ইঞ্জিন ও মেশিন লার্নিংয়ের সুবিধাও পাওয়া যাবে এই 3 ন্যানো মিটারের প্রসেসরে।