
ভারতে চুরি হওয়া মোবাইলফোন প্রথমে দেশটির অভ্যন্তরে হাতবদল হয়। এরপর সেদেশের আবাসিক হোটেলে অবস্থান করা বাংলাদেশি চোরাকারবারিরা এসব ফোন সংগ্রহ করেন। পরে সময় সুযোগমতো ফলবাহী ট্রাকে করে কিংবা অন্য কোনো উপায়ে বাংলাদেশে নিয়ে আসেন চোরাকারবারিরা। অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশের পর চোরাই ফোনের উল্লেখযোগ্য একটি অংশ আসে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। এই বাজারে রয়েছে চোরাই মোবাইলের রমরমা ব্যবসা। চোরাকারবারিদের প্রধান টার্গেট আইফোন। এই মডেলের একেকটি ফোন বিক্রি করে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত লাভ হয়। রিয়াজউদ্দিন বাজারের একাধিক ব্যবসায়ী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।