রাজধানীতে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। দিনের বেলায় চুলা জ্বলছে না। পাইপলাইনে রাত ২টার পর গ্যাস এসে ভোর ৫টায় চলে যায়। তারপরেও রাতের বেলায় গ্যাসের চুলা নিবু নিবু করে। তবে কোথাও কোথাও চুলা জ¦ললেও রান্না করতে পারছেন না গৃহিণীরা। ফলে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়ছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। বাসাবাড়িতে রান্না করতে না পারায় স্বল্প আয়ের মানুষকে বেশি দামে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। রাজধানীর উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, খিলক্ষেত, ডেমরা-যাত্রাবাড়ি, কদমতলী-টিকাটুলি, মিরপুর, শ্যামলী, কাফরুল, বাড্ডা, শ্যামপুর ও ওয়ারীসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কোথাও দিনের বেলায় চুলা জ্বলছে না। গভীর রাত ২টার পর চুলা জ্বললেও গ্যাসের চাপ খুবই কম। সাধারণ মানুষ তো বটেই যাদের বাসায় বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশু রয়েছে তারা পড়েছেন চরম বিপাকে। তিতাস গ্যাস কোম্পানি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে রাখছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাঝরাতে গ্যাসের চাপ থাকলেও সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী।