কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে উরুগুয়ের ফুটবলারদের মারামারি

আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৩:৪৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠেছে কলম্বিয়া। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। এমন হারের পর অনাকাক্ষিত ঘটনা ঘটিয়েছে দেশটির ফুটবলাররা। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন দারউইন নুনেজ-হোসে মারিয়া গিমেনেজরা। ম্যাচে শেষ বাঁশি বাজতেই হতাশায় নুয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। তবে খানিক বাদেই দলের কয়েকজন ফুটবলার তেড়ে যান গ্যালারির দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। এই হাতাহাতি থামাতে বেশ বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। ঘটনা স্বীকার করে দর্শকদের ওপর দায় চাপিয়েছেন গিমেনেজ। ব্রডকাস্টার চ্যানেলে তিনি বলেন, ‘আমাদের পরিবার গ্যালারিতে থাকে, সেখানে শিশুরা আছে। কিন্তু সেখানে কোন পুলিশ ছিলো না। আমরা আমাদের পরিবারের সদস্যদের রক্ষা করতে চেয়েছি।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net