
বৃক্ষায়নের জায়গা না রাখলে নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মন্ত্রী বলেন, বৃক্ষায়নের জায়গা রেখে নতুন বাড়ি বা ভবন করতে হবে, অন্যথায় বাড়ি করার অনুমতি দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসন ও বন বিভাগ অয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বৃক্ষ রোপণ অন্যতম হাতিয়ার। দেশে একসময় গাছ কাটার শাসনতন্ত্র ছিল, কিন্তু গাছ লাগানো হতো না। জিয়াউর রহমান তার সময়ে শত শত শতবর্ষী গাছ কেটে ফেলেছিল। মূলত জিয়াউর রহমানরা গাছ কাটে ক্ষমতার জন্য আর আওয়ামী লীগ সরকার মানুষের প্রাণ রক্ষায় গাছ লাগায়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষায়ন কর্মসূচি সফল করতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির। মেলায় ফলদ, বনজ ও ভেষজ গাছের ২৬টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।