বিয়ে-রিলেশন নিয়ে মুখ খুললেন দীঘি

আপলোড সময় : ০৯-০৭-২০২৪ ০৮:২১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৪ ০৮:২১:০৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কার্ড প্রকাশ করে রীতিমতো হৈচৈ বাধিয়ে দিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী? পরে জানা গেল, রেজাউর রহমানের ওয়েব ছবি ‘৩৬-২৪-৩৬’-এর প্রচারণার কৌশল এটি। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে নিজের আসন্ন চলচ্চিত্র ও প্রেম-বিয়েসহ একাধিক বিষয়ে কথা বলেন দীঘি। বিয়ে নিয়ে একটা রব যেহেতু উঠেই গেছে, সত্যি সত্যি বিয়েটা তিনি কবে করবেন? এমন প্রশ্নে দীঘি বলেন, ‘বিয়েশাদি নিয়ে ভাবছিই না। এখন ফোকাস শুধু পড়াশোনা আর অভিনয়ে। বিয়ে জীবনের একটা অপরিহার্য বিষয়, এটা মানি। তবে পাঁচ-সাত বছরের আগে এ নিয়ে চিন্তা করতে চাই না। আমার পরিবারও সেটা চায়। ’কোনো প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছেন কি না এমন প্রশ্নে অভিনেত্রীর উত্তর, ‘আশপাশের মানুষ জানে, বড্ড ঠোঁটকাটা স্বভাবের মেয়ে আমি। লুকোছাপাও পছন্দ করি না। আমি কোনো রিলেশনে নেই। থাকলে কবেই বলে দিতাম। চুরি তো করতাম না, একটা সম্পর্কই তো শুধু করতাম।’ লেখাপড়া ও অভিনয় একসঙ্গে কিভাবে সামলাচ্ছেন- এমন প্রশ্নে দীঘি বলেন, ‘রুটিন করে নিয়েছি। শুটিং না থাকলে অর্ধেকটা সময় কাটাই অধ্যয়নে আর বাকিটা পাণ্ডুলিপি পড়ে। দুটিরই সমান গুরুত্ব আমার কাছে। না পড়লে ফেল করব আর পাণ্ডুলিপি না পড়লে ভালো গল্প সিলেক্ট করতে পারব না, ক্যারিয়ার পড়বে হুমকির মুখে।’ দীঘিকে সামনে দেখা যাবে ওয়েব ছবি ‘৩৬-২৪-৩৬’-এ। ওয়েব ছবিটির প্রচারণায় নেমেছেন দীঘি। গত সোমবার করেছেন ফটোশুট। সামনে আছে সাংবাদিক সম্মেলন। সেদিনই ঘোষণা আসবে, কবে মুক্তি পাবে ছবিটি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net