শেষ আটে আলকারেজ

আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২৪:৫৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক
উইম্বলডনের শিরোপা ধরে রাখতে আরও এক ধাপ অগ্রসর হলেন কার্লোস আলকারেজ। যদিও শেষ ষোলোর লড়াইটা সহজ ছিল না। ঘাম ঝরিয়েই তাকে শেষ আটের টিকিট পেতে হয়েছে।  আলকারেজ প্রতিরোধের মুখে পড়েন তৃতীয় সেটে। সেই প্রতিরোধ ভেঙে তিনি ৬-৩, ৬-৪, ১-৬, ৭-৫ গেমে জিতে মাঠ ছেড়েছেন। তার প্রতিপক্ষ ছিলেন উগো হুম্বার্ট। গত মাসে ফ্রেঞ্চ ওপেন জেতা আলকারেজের গ্র্যান্ড স্লামে এটা টানা ১১তম জয়। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ ১২তম বাছাই টমি পল। মেয়েদের এককে অবশ্য অপ্রত্যাশিত বিদায় দেখেছেন কোকো গাউফ। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ র‌্যাঙ্কধারী খেলোয়াড় হিসেবে ছিলেন তিনি। কিন্তু ইগা সিওনতেকের বিদায়ের পর তিনিও হাই প্রোফাইল তারকা হিসেবে বিদায়ের মিছিলে যোগ দিয়েছেন। গাউফকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারই স্বদেশী এমা নাভারো। কোকো গাউফের জন্য উইম্বলডনের পথটা সব সময় কঠিন হয়েই থেকেছে। কোনোবারই চতুর্থ রাউন্ড পার হতে পারেননি। গত বছর প্রথম মেজর টুর্নামেন্ট হিসেবে জিতেছেন ইউএস ওপেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net