দিনাজপুরে ও ঈশ্বরদীতে ভিন্ন ভিন্ন দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১ আহত ৩০ জন

আপলোড সময় : ০৫-০৭-২০২৪ ০৯:৫৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৪ ১০:৪২:২৫ অপরাহ্ন

জনতা ডেস্ক
দিনাজপুর ও  ঈশ্বরদীতে ভিন্ন ভিন্ন দুর্ঘটনায় শিশুসহ ১১ জন নিহত আহত হয়েছেন ৩০ জন। গতকাল সকালে দিনাজপুর পুলিশ কন্ট্রোল সূত্রে এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে। দিনাজপুরে সদর উপজেলায় যাত্রীবাহী নাবিল পরিবহন ও আম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৪ জন যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে বাস ও ট্রাকের ২৮ যাত্রী।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ৬টায় দিনাজপুর  সদর উপজেলার পাঁচবাড়ী বাজার চকরামপুর এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের ১শ’ গজ পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়গামী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের ড্রাইভার হাসিবুর রহমান হাসু (৪০) ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি এলাকার বাসিন্দা। তবে অপর নিহত ৫ জনের পরিচয় এখনো জানা যায়নি। দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এদিকে, পাবনা জেলার ঈশ্বরদীর দাশুড়িয়া-পাবনা মহাসড়কে সুগার মিলের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা- মেট্টো গ-২২-২০৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে পাঁচজন নিহত হন। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দাশুড়িয়া আজমপুর নিবাসী প্রাইভেটকার চালক বিজয় ঢাকার একটি ফার্মের গাড়ি চালাক । ছুটি পেয়ে গাড়ি নিয়ে বাড়িতে আসলে গ্রামের বন্ধু-বান্ধব বিজয়ের কাছে বায়না ধরে গাড়ি চড়বার জন্য । রাতেই বিজয়ের ঢাকায় ফিরে যাওয়ার কথা থাকায় বিজয় প্রিয় বন্ধু ও স্বজনদের আবদার মিটাতে গাড়িতে ঠাসাঠাসি করে সাতজনকে নিয়ে পাকশী-দাশুড়িয়া ঘুরাঘুরি শেষে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হয়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে খুঁটি ও পাশাপাশি থাকা মেহগনি গাছের মাঝখানে আটকে যায়।
ঈশ্বরদী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান জানান, নিহতরা হলেন- গাড়ি চালক,বিজয় (২২) পিতা-আনোয়ার কবির, মো. শিফাত (১৭) পিতা মাছুম, মো. জিহাদ (১৭) পিতা রেজাউল, মো. শিশির (১৭) নানা-মোতালেব হোসেন, সর্বসাং-দাশুড়িয়া আজমপুর। শাওন (১৭) পিতা-ওয়াজ আলী,দাশুড়িয়া ভাড়ইমারী। শাহিদ (২০) পিতা- জাপান,  নাইম (১৮) পিতা সুজন,নামে দুইজনকে মূমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net