
সর্বজনীন পেনশন স্কিমের (প্রত্যয়) প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির কারণে প্রায় অচল হয়ে পড়েছে দেশের সব বিশ্ববিদ্যালয়। তাদের দাবির বিষয় নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়ার ব্যক্তিগত সেক্রেটারি এতথ্য জানান। বিষয়টি জানতে অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করতে ফোন করা হয়। তার সেক্রেটারি ফোন রিসিভ করে বলেন, স্যার বিশেষ কাজে ব্যস্ত আছেন।
ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, প্রথমে বুধবার সন্ধ্যা ৬টায় বৈঠকের কথা জানানো হলেও পরে সময় পরিবর্তন করে বৃহস্পতিবারের কথা বলা হয়েছে। তবে সময় ও জায়গার বিষয়ে এখনও জানা যায়নি। একই দাবিতে গতকাল বুধবার তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।