আরমানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

আপলোড সময় : ০২-০৭-২০২৪ ০৯:১৬:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৪ ০৯:১৬:৪০ অপরাহ্ন

বিনোদন ডেস্ক
রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর এবারের আসরে অংশ নিয়েছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক এবং তার দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিক। সম্প্রতি এ প্রতিযোগিতার মাধ্যমে জানা যায় আরমানের বিরুদ্ধে বাড়ির গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ করেছিলেন তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা বিতর্ক ও সমালোচনা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর আগে একটি হোটেলে দ্বিতীয় স্ত্রী কৃতিকার সঙ্গে হোটেলে বেড়াতে গেলে সেখানে দ্বন্দ্বে জড়ান কৃতিকা ও আরমান। কৃতিকা অভিযোগ করেন বাড়ির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন আরমান। যে কথা শুনে ৬ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এ ইউটিউবার। এ ঘটনা ভারতে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছান প্রথম স্ত্রী পায়েল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান বলেন, কৃতিকার সাথে ধর্ষণ নিয়ে কথা কাটাকাটির কারণ পায়েল। এদিকে জানা যায়, পায়েলই প্রথম আরমানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। দুর্বিষহ সে সময়ের জন্য পায়েলের দুই বোন নিশা ও সঙ্গীতাকে দায়ী করেছিলেন আরমান। এখন অবশ্য খারাপ সে সময় পার করে দুই স্ত্রী নিয়ে দিব্যি সুখের সংসার করছেন এইউটিউবার। ভিডিও কন্টেন্ট দিয়ে আরমান যত পরিচিতি পেয়েছেন তার চেয়েও বেশি পরিচিতি তাকে এনে দিয়েছেন তার দুই বউ। মূলত একসঙ্গে দুই বউয়ের সঙ্গে সংসার করার সুবাদেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন তারা। আরমান মালিক ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। ২০১১ সালে তার বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। এরপর স্ত্রী পায়েলের বান্ধবী কৃতিকাকেও বিয়ে করেন আরমান। সেটাও পায়েলকে ডিভোর্স না দিয়েই। ২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সুখে সংসার করছেন এই যুবক। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বর্তমানে তাদের তিনজনের সংসারে রয়েছে চারটি সন্তান।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net