বিচ্ছেদের পর ফের একসঙ্গে আমির-কিরণ

আপলোড সময় : ০১-০৭-২০২৪ ০৭:২২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৪ ০৭:২২:০৬ অপরাহ্ন

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাও-এর ডিভোর্সের পরেও ছেলে আজাদ রাও খানকে নিয়ে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনজনকে একসঙ্গে ছুটির মেজাজে দেখা গেলো। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার, কিরণ রাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পারিবারিক সেলফি শেয়ার করেছেন। এতে একটি সবুজে ঘেরা পরিবেশে কিরণ, আমির ও আজাদের মুখে লেগেছিল একগাল হাসি। সিলফিটি পোস্ট করে কিরণ ক্যাপশনে লেখেন, ‘রাও-খান হলিডে’। ছবিটির ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘লাপাতা লেডিস’-এর একটি গান। এ ছাড়া তিনজনেরই চোখে চশমা এবং হালকা রঙের পোশাক। আমির খান এবং কিরণ রাওয়ের দেখা হয়েছিল আশুতোষ গোয়ারিকারের ছবির ‘লগন’-এ কাজ করতে গিয়ে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব, তারপর ২০০৫ সালে তারা বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর ২০১১ সালে আজাদকে দত্তক নেন এরপরেই এই দম্পতি তাদের বিচ্ছেদের ঘোষণা করেন।
বিচ্ছেদের পর ফের একসঙ্গে আমির-কিরণ
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাও-এর ডিভোর্সের পরেও ছেলে আজাদ রাও খানকে নিয়ে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনজনকে একসঙ্গে ছুটির মেজাজে দেখা গেলো। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার, কিরণ রাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পারিবারিক সেলফি শেয়ার করেছেন। এতে একটি সবুজে ঘেরা পরিবেশে কিরণ, আমির ও আজাদের মুখে লেগেছিল একগাল হাসি। সিলফিটি পোস্ট করে কিরণ ক্যাপশনে লেখেন, ‘রাও-খান হলিডে’। ছবিটির ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘লাপাতা লেডিস’-এর একটি গান। এ ছাড়া তিনজনেরই চোখে চশমা এবং হালকা রঙের পোশাক। আমির খান এবং কিরণ রাওয়ের দেখা হয়েছিল আশুতোষ গোয়ারিকারের ছবির ‘লগন’-এ কাজ করতে গিয়ে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব, তারপর ২০০৫ সালে তারা বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর ২০১১ সালে আজাদকে দত্তক নেন এরপরেই এই দম্পতি তাদের বিচ্ছেদের ঘোষণা করেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net