টি-টোয়েন্টিকে বিদায় জানালেন জাদেজাও

আপলোড সময় : ০১-০৭-২০২৪ ০৭:১৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৪ ০৭:১৩:১৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভিরাট কোহলি ও রোহিত শার্মার পথ অনুসরণ করলেন রবীন্দ্র জাদেজাও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বারবাডোজে শনিবারের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর অবসরের কথা জানান কোহলি ও রোহিত। পরদিন ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন ৩৫ বছর বয়সী জাদেজা। “কৃতজ্ঞতা ভরা হৃদয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছি। গর্বিত এক দ্রুত ধাবমান ঘোড়ার মতো আমি সবসময় দেশের জন্য সেরাটা দিয়েছি এবং অন্যান্য সংস্করণে সেটা করে যাব।” “টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হয়েছে, আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের যেটা সর্বোচ্চ অর্জন। দারুণ সব স্মৃতি, উল্লাস ও বিরামহীন সমর্থনের জন্য ধন্যবাদ।” ভারতের হয়ে এই সংস্করণে ৭৪ ম্যাচ খেলেছেন জাদেজা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে দলের সব ম্যাচেই খেলেছেন তিনি। খুব বড় ভূমিকা যদিও রাখতে পারেননি। পাঁচ ইনিংসে স্রেফ ২২ বল খেলে করেন ৩৫ রান। ওভারপ্রতি ৭.৫৭ রান দিয়ে উইকেট নেন একটি। সব মিলিয়ে এই সংস্করণে ওভারপ্রতি ৭.১৩ রান দিয়ে তার শিকার ৫৪ উইকেট। ব্যাটিংয়ে ১২৭.১৬ স্ট্রাইক রেটে রান ৫১৫। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৪৬। আইপিএলে সফল খেলোয়াড়দের একজন তিনি। এখন পর্যন্ত জিতেছেন চারটি শিরোপা- চেন্নাই সুপার কিংসের হয়ে তিনটি, ২০০৮ সালে প্রথম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে একটি। পরের বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। তিন সংস্করণে ভারতের নিয়মিত খেলোয়াড়দের একজন তিনি। এখন পর্যন্ত ৭২ টেস্টে তার শিকার ২৯৪ উইকেট, ব্যাট হাতে রান ৩ হাজার ৩৬। ১৯৭ ওয়ানডেতে ২২০ উইকেটের পাশে রান ২ হাজার ৭৫৬। ফিল্ডিংয়েও তিনি সময়ের সেরাদের একজন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net