এবার প্যারিস অলিম্পিকে ইমরানুর

আপলোড সময় : ০১-০৭-২০২৪ ০৬:৫১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৪ ০৬:৫১:৫৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
আর্চারি থেকে সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছেন সাগর ইসলাম। অন্যরা যাচ্ছেন ওয়াইল্ড কার্ড তথা দেশের জন্য বরাদ্দ কোটা নিয়ে। আপাতত এই কোটায় শুটার রবিউল ইসলামের পর দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম নিশ্চিত হয়েছে। ২৬ জুলাই প্যারিস অলিম্পিকে বাংলাদেশের তিনজন ক্রীড়াবিদ আপাতত  অংশ নিচ্ছেন বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে। এ ছাড়া সাঁতার, গলফ ও বক্সিংয়ে বাংলাদেশ ওয়াইল্ড কার্ডের প্রত্যাশা করছে। অলিম্পিকে সাঁতার ও অ্যাথলেটিকস এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড বৈশ্বিক ফেডারেশন দিয়ে থাকে। বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিকস ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম আগেই বাছাই করে রেখেছে। বাংলাদশে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আবদুর রকিব মন্টু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে অংশগ্রহণ করবেন।’ ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করায় সেখান থেকে যাবেন প্যারিসে। বাকিরা ঢাকা থেকে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net