পুরো দেশই ভারতের কাছে ইজারা দিয়েছে :  রিজভী

আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১১:৫১:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১১:৫১:০৮ পূর্বাহ্ন
বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সমাবেশের বার্তা শেখ হাসিনা শোনেন না শুনতে চান না। কারণ জনগণের ইচ্ছার প্রতিফলনে তাদের কিছু আসে যায় না। গতকাল শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান কে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার কাছ থেকে র‌্যাব-পুলিশ সরে গেলে আর ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে আপনি শত্রু মনে করেন। আপনি জনগণকে অবরুদ্ধ করে নির্বাচন করেছেন আর তার বৈধতা দিয়েছে দিল্লি। তিনি আরো বলেন, এই সকল কর্মকান্ডের বিরুদ্ধে জনগণ ফুসে উঠেছে। আর আপনি পুরো দেশটাকেই ভারতে কাছে ইজারা দিয়েছেন। কারণ ভারত আপনাকে ক্ষমতায় বসিয়েছে। রিজভী বলেন, সীমান্ত হত্যা, দেশের বুকের উপর রেললাইন চলার বিরুদ্ধে কথা বলবে একমাত্র খালেদা জিয়া। আর সে কারণে তাকে বন্দি করে রাখা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net