নকআউটে নির্ভার দলকে চান ইতালি কোচ

আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১১:০৬:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১১:০৬:২১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক
গ্রুপ পর্বে সেরা ছন্দে দেখা যায়নি ইতালিকে। গ্রুপের শেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে কোনোমতে তারা নিশ্চিত করে শেষ ষোলোর টিকেট। নক আউট শুরুর আগে এবার দলের কাছে নিজের চাওয়া পরিষ্কার করলেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি। বার্লিনে বাংলাদেশ সময় শনিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশপের শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। গ্রুপের বৈতরণী পার করার পর এবার নিজ দলকে চাপহীন ও নির্ভার থেকে নকআউটের ম্যাচ খেলার বার্তা দিলেন ইতালি কোচ। আলবেনিয়ার বিপক্ষে জয়ে যাত্রা শুরুর পর স্পেনের বিপক্ষে তেমন লড়াই করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ক্রোয়েশিয়ার সঙ্গে হারতে হারতে শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পায় তারা। একই সঙ্গে পেয়ে যায় দ্বিতীয় রাউন্ডের টিকেট। তুলনামূলক কঠিন গ্রুপ থেকে নক আউটে ওঠায় প্রথম চ্যালেঞ্জ পার করার স্বস্তি স্পালেত্তির। সুইজারল্যান্ড ম্যাচের আগে সংবাদমাধ্যমে ইতালি কোচ এবার একেকটি ম্যাচ জিতে সামনে এগোনোর প্রত্যয় জানালেন। “আমরা গ্রুপ পেরোতে উদগ্রীব ছিলাম, কারণ ড্রয়ে কঠিন গ্রুপে ছিলাম। ফুটবলারদেরও এটি নিয়ে সম্ভবত ভুগতে দেখেছি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net