সালথায় মাটি কাটা ট্রলি গাড়ি খালে পড়ে উল্টে নিহত ১

আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১০:৪২:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১০:৪২:৪১ পূর্বাহ্ন
নগরকান্দা (ফরিদপুর) থেকে মিজানুর রহমান
সালথা উপজেলার গট্রি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামে মাটি টানা ট্রলি গাড়ি  উল্টে ইমন (১৯)  নামে ১ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার সময় মাটি টানা ট্রলি গাড়ি খালে পড়ে যায় এবং গাড়িতে থাকা ইমন মোল্লা ঘটনা স্থলে মারা যায়। ইমন বড় লক্ষনদিয়া গ্রামের মান্দার মোল্লার ছেলে। আশপাশের লোকজন জানান ইমন মোল্লা ট্রলি গাড়ি চালানো শিখছিল।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে একটানা মাটি কাটছে স্থানীয় প্রভাবশালী কামদিয়া গ্রামের ইউপি সদস্য নুর ইসলাম ও বড় লক্ষনদিয়া গ্রামের সাবেক মেম্বার ইকবাল। মাটিকাটা প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না বলে জানান। ঘটনাস্থলে ইমনের মৃত্যু হলেও ড্রাইভার পলাতক থাকায় দুর্ঘটনার কারণ কেউ স্পষ্ট বলতে পারেনি। খবর পেয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ ফায়েজুর রহমান (পিপিএম) ঘটনা স্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম করার জন্য ফরিদপুর মর্গে পাঠায়। তবে মাটি ব্যবসায়ী ভেকু ও ট্রলি গাড়ির মালিকদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় এবং  তাদের  ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net