ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৭:৪২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৭:৪২:৩৫ অপরাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ইরানে ব্যাপক বিক্ষোভের ঘটনায় সৃষ্ট সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ‘ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত বলে জোর দেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, মস্কো খুব শিগগিরই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের টেলিফোনে কথোপকথনের বিষয়বস্তু ঘোষণা করবে। এ অঞ্চলে উত্তেজনা কমাতে পুতিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net