নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা জব্দ, আটক ৬

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৯:৫৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৯:৫৯:১৬ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২ হাজার ৫০০ কেজি জাটকাসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সুবর্ণচর উপজেলার মো. আরিফ (২৫), মো. মাসউদ (২৯), মো. আকবর হোসেন সবুজ (৩৪), মো. সালাউদ্দিন (৩৫), মো. নুরুল হুদা (৩৫) ও মো. জাবেদ হোসেন (৩০)। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার ১৪ জানুয়ারি রাতে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় দুটি পিকআপভ্যান থেকে ২ হাজার ৫০০ কেজি জাটকাসহ ছয়জনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদের ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশরাফ উদ্দিন জানান, তাৎক্ষণিকভাবে প্রত্যেকে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net