গাজীপুরে বেতনের দাবিতে আন্দোলন শতাধিক শ্রমিক অসুস্থ

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১০:১০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১০:১০:৪৩ অপরাহ্ন
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে এক্সপার্ট ভিলেজ লিমিটেড পোশাক কারখানার দুটি ইউনিটের শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার সকালে মা আওয়ার টাওয়ার এবং আলম টাওয়ারের শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অসুস্থ শ্রমিকদেরকে কারখানা কর্তৃপক্ষ দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। কারখানা প্রশাসনিক ব্যবস্থাপক (অ্যাডমিন ম্যানেজার) সুজন বলেন, শ্রমিকরা কেন এবং কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তা বলতে পারছি না। আমরা অসুস্থ শ্রমিকদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি। আপাতত তারা শঙ্কামুক্ত। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণে কাজ করছে কারখানা কর্তৃপক্ষ। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ সুলতানা বলেন, অসুস্থ শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্ট, মাথা ঘোরা সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। এখন অনেক শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। প্রসঙ্গত, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় গত রবিবার শ্রমিকরা সারাদিন আন্দোলন করেন। একই দাবিতে সোমবার সকালে কাজে যোগ দিয়েও তারা পুনরায় আন্দোলন করেন। আন্দোলনের মধ্যেই হঠাৎ একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। তবে কী কারণে অসুস্থতা হয়ে পড়ছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net