সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ

আপলোড সময় : ২৭-০২-২০২৪ ০৪:৩৩:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৪ ০৪:৩৩:৩৯ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ রোববার। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। এতে ৫০টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে অভিযোগ আসেনি। মনিরুজ্জামান তালুকদার বলেন, জাতীয় পার্টি থেকে দুটি ও আওয়ামী লীগ এবং তাদের জোট থেকে ৪৮টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার কেউ না করলে এবং প্রত্যাহারের সময়ের পর বৈধ প্রার্থী যারা থাকবে এ ক্ষেত্রে আগামী ২৭ ফেব্রুয়ারি তাদের আর প্রতীক বরাদ্দের প্রয়োজন হবে না। যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সেজন্য বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার জন্য কার্যক্রম গ্রহণ করা হবে।

 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net