সেতু ভেঙে নিহত ৭ জনের দাফন সম্পন্ন এলাকায় শোকের মাতন

আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ১২:৩০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৪ ১২:৩০:৪৭ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় নিহত ৭ জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে বইছে শোকের ছায়া। সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল রোববার সকাল ১০টার দিকে মাদারীপুরের শিবচররে নিহত সাত জনের জানাজা সম্পন্ন হয়। পরে সবাইকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় অংশ নেন গ্রামের শত শত মানুষ। গত শনিবার বরগুনার আমতলীতে খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে যাওয়ায় মারা যান ৯ জন। এর মধ্যে ৭ জন হলেন হারান শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবুর রহমানের পরিবারের সদস্য। নিহতরা হলেন মাহাবুবের মা ফরিদা বেগম (৪০), ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), শাশুড়ি রুমি বেগম (৪০), মামী মুন্নি বেগম (৪০), তার দুই সন্তান তাহিয়া (৭) ও তাসদিয়া (১১), আরেক মামী ফাতেমা বেগম (৪০)। এ ছাড়াও আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া ও তার কন্যা হৃদিও এই ঘটনায় মারা গেছেন এ ঘটনায়। ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম বেপারি জানায়, বুধবার বিয়ের অনুষ্ঠানে তারা বরগুনা গিয়েছিল। পরে সেতু ভেঙে খালে পড়ে যায় মাইক্রোবাসটি। এই ঘটনায় মাহাবুবের মা, ভাইয়ের স্ত্রী ও মামার পরিবারের মোট ৭ সদস্য মারা যান। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি খুবই মর্মান্তিক ঘটনা। আমরা খোঁজ-খবর নিয়েছি। জানাজার নামাজের অংশ নিয়েছি। নিহত ৭ জনের পরিবারের কাছে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা দেওয়া হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net