পাকিস্তানে ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ভর্তি ১২০০

আপলোড সময় : ২০-০৬-২০২৪ ০৭:১৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৪ ০৭:১৮:০২ অপরাহ্ন

জনতা ডেস্ক
পবিত্র ঈদুল আজহায় অতিরিক্ত খাওয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অন্তত ১,২০০ মানুষ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্য ট্রিবিউন এক্সপ্রেস জানায়, ঈদ উপলক্ষে অতিরিক্ত খাবার খেয়ে ১২০০ জন হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি অতিরিক্ত হইহুল্লোড় করতে গিয়ে সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনার শিকার হয়েছেন অন্তত ৫০০ জন। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, শুধু পেশোয়ারেই ২৪ ঘণ্টায় পরিপাকজনিত সমস্যা নিয়ে ৬১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার ও মাংস খাওয়ার ফলে অসুস্থ হয়েছেন। আর পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় দুই হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া ও পেটের ব্যথায় আক্রান্ত। একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া লাহোরের সার্ভিসেস হাসপাতাল, গঙ্গারাম ও মায়ো হাসপাতালেও ১০০ জনের বেশি করে রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত খাবার ও মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের চিকিৎসকরা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net