স্পোর্টস ডেস্ক
নিজেদের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ হচ্ছে। আর স্বাগতিক হয়ে জার্মানির শুরুটাও হয়েছিল দারুণ। স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছেড়েছে নাগালসম্যানের দল। এ গ্রুপে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে জার্মানি ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। টানা দ্বিতীয় জয়ে স্বাগতিকদের শেষ ষোলোতে জায়গা করে নেওয়াটা নিশ্চিত। জার্মানি পরের পর্ব নিশ্চিত করলেও হাঙ্গেরি কিন্তু ধুঁকছে। আগের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে আজ ঘুরে দাঁড়ানোর মিশনে নেমে হতাশা নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছে। সটুটগার্ডে ম্যাচ বল দখলে অনেকটাই এগিয়ে ছিল জার্মানি। প্রতিপক্ষের অর্ধে গিয়ে দাপটও দেখায়। দুই অর্ধে একটি করে গোলের সুবাদে তাদের জয় নিশ্চিত হয়। হাঙ্গেরিও আক্রমনে তেমন পিছিয়ে ছিল না। প্রতি আক্রমণ নির্ভর খেলে চেষ্টা করেও গোল পায়নি। কোনোসময় নিজেদের ব্যর্থতায় আবার নয়্যার ছিলেন তেকাঠির নিচে প্রাচীর হয়ে। ম্যাচের প্রথম মিনিটে হাঙ্গেরি সুযোগ পায়। রোনাল্ড সাল্লাইয়ের জোরালো শট গোলকিপার সেভ করেন। ৫ মিনিটের সময় জার্মানি প্রথম সুযোগ পেয়ে এগিয়ে যেতে পারেনি। কাই হাভার্জের বা পায়ের শট প্রতিহত করেন গোলকিপার নিজেই। ১১ মিনিটে হাভার্জের আরও একটি শট গোলকিপার প্রতিহত করে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন। পরের মিনিটে টনি ক্রসের কর্নারে রবার্ট এনরিচ পারেননি প্রতিপক্ষেল গোলমুখ উন্মুক্ত করতে। এর আগেই এক ডিফেন্ডার তা আটকে দেন। ২২ মিনিটে জার্মানিকে আর হতাশ হতে হয়নি। ইকেই গুন্দোগনের পাসে জামাল মুসোলিনি ৬ গজের প্রান্ত থেকে দারুণ শটে দলকে এগিয়ে নেন। ২৬ মিনিটে হাঙ্গেরির বার্নাবাস বার্গার বা পায়ের শট গোলকিপার নয়্যার রুখে দেন। ৪৪ মিনিটে মুসোলিনি ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন। ফ্লোরিয়েনের পাসে মুসোলিনির নেওয়া শট ব্লকড হয়। বিরতির পরও একই গতিতে চলেতে থাকে খেলা। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া টনি ক্রুসের জোরালো শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। এরপর হাঙ্গেরি চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে। বরং ৬৭ মিনিটে জার্মানি ব্যবধান দ্বিগুণ করে। ম্যাক্সিমিলিয়ানের কর্নারে গুন্দোগন অনেকটা ফাঁকায় ৬ গজের বাইরে থেকে বা পায়ের শটে নিঁশানাভেদ করেন। শেষ দিকে উভয় দল চেষ্টা করেও পারেনি গোল ব্যবধান বাড়াতে কিংবা কমাতে। টানা দুই জয় নিয়ে সমর্থকদের উল্লাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে জার্মানি। এমনিতে সাম্প্রতিক সময়ে নিজেদের মাঠে হাঙ্গেরির সঙ্গে ফল তেমন সুখকর নয়। তাই আজকের জয়টির মাহাত্ম অন্যরকম। এর আগে হামবুর্গে নাটকীয়ভাবে ক্রোয়েশিয়া-আলবেনিয়া ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। রাতের আরেক ম্যাচে স্কটল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
নিজেদের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ হচ্ছে। আর স্বাগতিক হয়ে জার্মানির শুরুটাও হয়েছিল দারুণ। স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছেড়েছে নাগালসম্যানের দল। এ গ্রুপে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে জার্মানি ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। টানা দ্বিতীয় জয়ে স্বাগতিকদের শেষ ষোলোতে জায়গা করে নেওয়াটা নিশ্চিত। জার্মানি পরের পর্ব নিশ্চিত করলেও হাঙ্গেরি কিন্তু ধুঁকছে। আগের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে আজ ঘুরে দাঁড়ানোর মিশনে নেমে হতাশা নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছে। সটুটগার্ডে ম্যাচ বল দখলে অনেকটাই এগিয়ে ছিল জার্মানি। প্রতিপক্ষের অর্ধে গিয়ে দাপটও দেখায়। দুই অর্ধে একটি করে গোলের সুবাদে তাদের জয় নিশ্চিত হয়। হাঙ্গেরিও আক্রমনে তেমন পিছিয়ে ছিল না। প্রতি আক্রমণ নির্ভর খেলে চেষ্টা করেও গোল পায়নি। কোনোসময় নিজেদের ব্যর্থতায় আবার নয়্যার ছিলেন তেকাঠির নিচে প্রাচীর হয়ে। ম্যাচের প্রথম মিনিটে হাঙ্গেরি সুযোগ পায়। রোনাল্ড সাল্লাইয়ের জোরালো শট গোলকিপার সেভ করেন। ৫ মিনিটের সময় জার্মানি প্রথম সুযোগ পেয়ে এগিয়ে যেতে পারেনি। কাই হাভার্জের বা পায়ের শট প্রতিহত করেন গোলকিপার নিজেই। ১১ মিনিটে হাভার্জের আরও একটি শট গোলকিপার প্রতিহত করে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন। পরের মিনিটে টনি ক্রসের কর্নারে রবার্ট এনরিচ পারেননি প্রতিপক্ষেল গোলমুখ উন্মুক্ত করতে। এর আগেই এক ডিফেন্ডার তা আটকে দেন। ২২ মিনিটে জার্মানিকে আর হতাশ হতে হয়নি। ইকেই গুন্দোগনের পাসে জামাল মুসোলিনি ৬ গজের প্রান্ত থেকে দারুণ শটে দলকে এগিয়ে নেন। ২৬ মিনিটে হাঙ্গেরির বার্নাবাস বার্গার বা পায়ের শট গোলকিপার নয়্যার রুখে দেন। ৪৪ মিনিটে মুসোলিনি ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন। ফ্লোরিয়েনের পাসে মুসোলিনির নেওয়া শট ব্লকড হয়। বিরতির পরও একই গতিতে চলেতে থাকে খেলা। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া টনি ক্রুসের জোরালো শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। এরপর হাঙ্গেরি চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে। বরং ৬৭ মিনিটে জার্মানি ব্যবধান দ্বিগুণ করে। ম্যাক্সিমিলিয়ানের কর্নারে গুন্দোগন অনেকটা ফাঁকায় ৬ গজের বাইরে থেকে বা পায়ের শটে নিঁশানাভেদ করেন। শেষ দিকে উভয় দল চেষ্টা করেও পারেনি গোল ব্যবধান বাড়াতে কিংবা কমাতে। টানা দুই জয় নিয়ে সমর্থকদের উল্লাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে জার্মানি। এমনিতে সাম্প্রতিক সময়ে নিজেদের মাঠে হাঙ্গেরির সঙ্গে ফল তেমন সুখকর নয়। তাই আজকের জয়টির মাহাত্ম অন্যরকম। এর আগে হামবুর্গে নাটকীয়ভাবে ক্রোয়েশিয়া-আলবেনিয়া ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। রাতের আরেক ম্যাচে স্কটল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।