স্পোর্টস ডেস্ক
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দাপুটে শুরুর পর জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান যেন ‘মাইন্ড গেম’ খেলা শুরু করে দিলেন হাঙ্গেরি ম্যাচ সামনে রেখে। বললেন, আসছে ম্যাচে তার দল নয়, বরং হাঙ্গেরিই থাকবে বেশি চাপে। নাগেলসমানের এমনটা বলার কারণ দুই দলের ইউরো শুরুর ভিন্নতা। স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা করে জার্মানি। অন্যদিকে, সুইজারল্যান্ডের কাছে বিপক্ষে যায় হাঙ্গেরি। ‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার হাঙ্গেরির বিপক্ষে খেলবে জার্মানি। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচে চালকের আসনে বসেছিল নাগেলসমানের দল। হাঙ্গেরির প্রথম ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে তাদেরকে স্কটিশদের মানেরই মনে করেন জার্মানি কোচ। “আমি স্কটল্যান্ড ও হাঙ্গেরিকে একই পর্যায়ের দল মনে করি। এটা (ম্যাচের ফল) নির্ভর করবে আমরা পরের ম্যাচ কেমন খেলি, তার ওপর। প্রথম ম্যাচের পর আমাদের তুলনায় হাঙ্গেরি একটু বেশি চাপে থাকবে।” “যেহেতু তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে, সেহেতু আমি করি, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের চেয়ে তারা আরেকটু বেশি আগ্রাসী হবে।” ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে আছে ইউরোর তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। হাঙ্গেরির বিপক্ষে জিতলে তাদের নিশ্চিত হয়ে যেতে পারে নকআউট পর্বে খেলা। নাগেলসমানের লক্ষ্যও তিন পয়েন্ট পাওয়া। “হাঙ্গেরিয়ানদের বিশ্লেষণ করেছি আমরা এবং তাদের বিপক্ষে কিভাবে খেলব, তার পরিষ্কার ধারণা আছে আমাদের। ম্যাচটি জিততে হবে।“