মুখ খুললেন তেড়ে যাওয়া রউফ

আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৭:১৭:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০৭:১৭:৩০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া পাকিস্তান দলকে নিয়ে চলছে প্রবল আলোচনা-সমালোচনা। এর মাঝেই বিতর্কে জড়ালেন দলটির পেসার হারিস রউফ। এক ব্যক্তির দিকে তেড়েফুঁড়ে এগিয়ে যান তিনি, জড়িয়ে পড়েন তর্কে। ওই ঘটনার ব্যাখ্যাও দিলেন ৩০ বছর বয়সী ক্রিকেটার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটু দূরে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলছেন রউফ। সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি রউফের হাত ধরে রেখেছিলেন। কিন্তু শেষ অবধি পারেননি। রউফ তেড়ে যান তাদের দিকে। সেখানে থাকা আরেকজন আটকানোর চেষ্টা করেন তাকে। রউফকে তখন জোর গলায় কথা বলতে শোনা যায়। ক্ষোভে ফুঁসছিলেন তিনি। পরে সামাজিক মাধ্যম এক্স-এ রউফ লিখেছেন, তার পরিবারকে নিয়ে কেউ বাজে কিছু বললে সেই অনুযায়ীই প্রতিক্রিয়া জানাবেন তিনি। “আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আসব না। কিন্তু ভিডিও যখন বেরিয়ে এসেছে, পরিস্থিতিটা নিয়ে বলা জরুরি বলে অনুভব করেছি। একজন পাবলিক ফিগার হিসেবে লোকজনের কাছ থেকে আমরা সব ধরনের প্রতিক্রিয়া গ্রহণ করতে উন্মুক্ত। তারা সমর্থনের পাশাপাশি সমালোচনারও অধিকার রাখেন। তবে, যখন আমার পিতা-মাতা ও পরিবারের ব্যাপার চলে আসে, আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধাবোধ করব না। মানুষের প্রতি ও তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, সেটা তিনি যে পেশারই হোক না কেন।” ঘটনাটি যুক্তরাষ্ট্রের কোথাও বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি খেলেছে ফ্লোরিডার লডারহিলে। বিশ্বকাপের পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক হলেও ব্যক্তিগতভাবে বেশ ভালো করেন রউফ। ৪ ম্যাচে ওভারপ্রতি ৬.৭৩ করে রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে আসর শুরুর পর ভারতের বিপক্ষে অভাবনীয়ভাবে হেরে যায় পাকিস্তান। কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও সুপার এইটে ওঠার জন্য তা যথেষ্ট হয়নি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net