
বিনোদন ডেস্ক
কোক স্টুডিও বাংলায় মা লো মা গানটি গেয়ে সারা দেশে পরিচিতি পেয়েছেন সাগর দেওয়ান। এবার তিনি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। রাখাল সবুজ পরিচালিত পুলসিরাত ছবিতে সুখ সিথানের বাতি শিরোনামের গানটি ব্যবহার করা হবে। সাগরের সঙ্গে আরো গেয়েছেন সোমনুর মনির কোনাল। আনন জামানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গত ৯ জুন ঢাকার একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে গানটি। সাগর বলেন, লাঠিখেলাকে কেন্দ্র করে ছবির গল্প। গানটিতে ফোক ও আধ্যাত্মিকতার একটা মিশেল রয়েছে। গাইতে দারুণ লেগেছে।
কোক স্টুডিও বাংলায় মা লো মা গানটি গেয়ে সারা দেশে পরিচিতি পেয়েছেন সাগর দেওয়ান। এবার তিনি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। রাখাল সবুজ পরিচালিত পুলসিরাত ছবিতে সুখ সিথানের বাতি শিরোনামের গানটি ব্যবহার করা হবে। সাগরের সঙ্গে আরো গেয়েছেন সোমনুর মনির কোনাল। আনন জামানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গত ৯ জুন ঢাকার একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে গানটি। সাগর বলেন, লাঠিখেলাকে কেন্দ্র করে ছবির গল্প। গানটিতে ফোক ও আধ্যাত্মিকতার একটা মিশেল রয়েছে। গাইতে দারুণ লেগেছে।