​রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১০৪৫ মামলা

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০২:১৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০২:১৮:১৫ অপরাহ্ন
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১০৪৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬টি বাস, ৯টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ৪টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৭১টি মামলা হয়েছে। তিনি আরও জানান, অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৩ টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৭২টি গাড়ি ডাম্পিং ও ১০৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ এ কর্মকর্তা।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net