​মানিকগঞ্জে বাউলশিল্পীদের ধাওয়া দিয়ে পুকুরে ফেললো তৌহিদী জনতা

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০২:১৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০২:১৬:০৫ অপরাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত-অনুসারীদের ওপর হামলা হয়েছে। একাধিক বাউলশিল্পীকে ধাওয়া দিয়ে পুকুরে ফেলে দিয়েছে ‘জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’র ব্যানার নিয়ে আসা মিছিলকারীরা। এ ঘটনায় আবুল সরকারের তিনজন অনুসারী আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মানিকগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। তাদের পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ঠিক একই সময় জেলা প্রেসক্লাবের সামনে বাউলশিল্পীদের মানববন্ধন হওয়ার কথা ছিল। এ নিয়ে পুরো শহরে টানটান উত্তেজনা তৈরি হয়। এই পরিস্থিতিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে সহস্রাধিক মুসল্লি একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে মিছিলটির একটি অংশ বয়েস স্কুল মাঠের কাছাকাছি এলে বাউলশিল্পী আবুল সরকারের অনুসারীদের দেখামাত্রই তাদের ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে আবুল সরকারের কয়েকজন ভক্ত মানিকগঞ্জ স্টেডিয়ামের পেছনের পুকুরে ঝাঁপিয়ে পড়েন। তখন বাউল ভক্তদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ‘তৌহিদী জনতা’র একটি অংশ। এমনকি লাঠি-পেটাও করতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ উত্তেজিত পক্ষকে প্রশমিত করে এবং সেখান থেকে ফেরাতে সচেষ্ট হয়। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাবেশের পাশেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। একটি ঘটনা ঘটেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে আবুল সরকার ‘ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন’ বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ একটি মামলা করেন। মামলার পর আবুল সরকারকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদারীপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। সন্ধ্যার দিকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট আদালতে পাঠানোর পর বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। এরপর আবুল সরকারের মুক্তির দাবিতে সরব হন তার ভক্ত অনুসারীরা। অন্যদিকে পাল্টা তার শাস্তি দাবি করতে থাকে ‘তৌহিদী জনতা’।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net