​কালিয়াকৈরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০২:১১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০২:১১:৪৯ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা
গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজীকে ১৬ বছরের এক নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
কিশোরীর মা সারজিনা খাতুন বাদী হয়ে শনিবারে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযানের ভিত্তিতে শনিবার রাতে কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা রজু করা হয়েছে। গতকাল রোববার বিকেলে গ্রেফতারকৃত ইমামকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার  সূত্রে জানা যায়, সারজিনা আক্তার কালিয়াকৈর  পৌরসভার  দক্ষিণ  কালামপুর এলাকায় অলিক চানের বাসায় ভাড়া  থেকে গার্মেন্টসে  চাকরি  করেন।  তার মেয়ে  জোড়াপাম্প গোল্ডেন সান মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। মাওলানা মো. ইউসুফ আলী সিরাজী একই বাসায় ভাড়াটিয়া। শনিবার সকালে  আমি আমার কর্মস্থলে চলে গেলে মাওলানা মো. ইউসুফ আলী সিরাজী আমার মেয়েকে রুমের ভিতর ডেকে  নিয়ে ধর্ষণ করে। আর এই ধর্ষণের কথা কাউকে বললে খুন জখমের হুমকি প্রদান করে।
কালিয়াকৈর থানার পুলিশ পরির্দশক (অপারেশন) যোবায়ের জানান, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net