​পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০২:০৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০২:০৩:৫৬ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী উপজেলায় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর আনুমানিক ১২টায় ঈশ্বরদী শহরের রেলগেট এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ঈশ্বরদী শহরের পোস্ট আলী মোড় এলাকার ঈমান আলী সরদারের ছেলে। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে। ঈশ্বরদী রেলগেট রিলে ইন্টারলকিং রেলগেটের গেটকিপার ফাহিম হোসেন জানান, গতকাল রোববার আনুমানিক দুপুর ১২টার দিকে গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী রেলগেট ইন্টারলকিং রেলগেট অতিক্রম করে ঈশ্বরদী জংশন স্টেশনে যাচ্ছিলো। এ সময় রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা, বাম পা দিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ঈশ্বরদী থানার ওসি জিয়াউর রহমান জানান, রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় ইউডি মামলা নথিভুক্ত হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net