কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিয়েছেন ড. খলিলুর রহমান

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:১১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:১১:৫৩ অপরাহ্ন
কলম্বো সিকিউরিটি কনক্লেভে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই বৈঠকের আগে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা উপদেষ্টাসহ অজিত দোভাল এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই সম্মেলনে সেশেলস (ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র) পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নেবে এবং মালয়েশিয়াকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর (এনএসএ) পর্যায়ে ষষ্ঠ বৈঠক ২০২৩ সালের ডিসেম্বরে মরিশাসে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালের আগস্টে সদস্য রাষ্ট্রগুলো শ্রীলঙ্কায় সিএসসির প্রতিষ্ঠা নথি স্বাক্ষর অনুষ্ঠানে আবার বৈঠক করেছিল। সিএসসিভুক্ত দেশগুলোর ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজররা (ডিএনএসএএস) নিয়মিত বৈঠক করছেন। ডিএনএসএএস-এর সর্বশেষ সভাটি গত বছরের জুলাইয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রচার এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর জন্য অংশীদারিত্ব জোরদার করার জন্য সিএসসি গঠন করা হয়েছিল।
এই দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য বজায় রেখে, এনএসএএস-এর সপ্তম সভা অংশগ্রহণকারীদের জন্য সহযোগিতার বিভিন্ন স্তম্ভের অধীনে কার্যক্রম পর্যালোচনা করার সুযোগ হবে, যার মধ্যে আছে সামুদ্রিক সুরক্ষা এবং নিরাপত্তা; সন্ত্রাসবাদ ও মৌলবাদ দমন; আন্তঃদেশীয় সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই; সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা এবং মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ এবং ২০২৬ সালের জন্য রোডম্যাপ এবং অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বুধবার ভারতের নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন। সাক্ষাৎকালে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু এবং সিএসসি সম্মেলন নিয়ে আলোচনা করেন তারা। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ। গত বছরের জুনে বাংলাদেশ পঞ্চম দেশ হিসেবে সিএসসিতে যুক্ত হয়। এই সম্মেলনে পাঁচ দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ড. খলিলুর রহমান যোগ দিবেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে মঙ্গলবার রাতে এই আঞ্চলিক ফোরামে যোগ দিতে ড. খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছান।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net