বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতে হামলা আটক ৫

আপলোড সময় : ২১-১১-২০২৫ ১২:৪১:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ১২:৪১:৩৮ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যাওয়ার সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা পাহাড়তলী বাদশার টেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফাইতংয়ের অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে যাওয়ার সময় গাড়িবহর কাকারা পাহাড়তলী বাদশার টেকে পৌঁছালে কিছু দুর্বৃত্ত যৌথবাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা চালায়। এ সময় ইটভাটার মালিক, শ্রমিক ও কিছু স্থানীয় বাসিন্দাও এই হামলায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাংবাদিকসহ কয়েকজন আহত হন। ঘটনাস্থলে উত্তেজিত জনতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি সদস্যদের ওপর চড়াও হয় এবং একটি ট্রাকসহ বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করে। হামলার পর পুলিশ ৫ জনকে আটক করে। হামলার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিম অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করে। লামা থানার ওসি তোফাজ্জল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে যাওয়ার সময় দুর্বৃত্তরা আদালত পরিচালনাকারী টিমের ওপর হামলা করেছে। এ ঘটনায় আটক ৫ জনকে চকরিয়া থানার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, শ্রমিকদের কর্মসংস্থান ও ইটভাটা উচ্ছেদের ‘অপচেষ্টার’ প্রতিবাদ জানিয়ে গত কয়েকদিন ধরে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সব ইটভাটায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করে আসছিলেন মালিক ও শ্রমিকরা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net