৯ বছরের মধ্যে সেরা অবস্থানে বাংলাদেশ

আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৭:০৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৭:০৬:২৬ অপরাহ্ন
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরুষ ফুটবলের র‌্যাংকিং প্রকাশ করেছে। এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে ভারতকে হারানোর সুফল পেয়েছে বাংলাদেশ। ৮৯৪ পয়েন্টের সঙ্গে ১৭ পয়েন্ট যোগ হয়েছে। ৯১১ পয়েন্ট নিয়ে ১৮৩ থেকে উন্নীত হয়ে ১৮০ স্থানে উঠে এসেছেন হামজা-জামালরা। ২০১৬ সালের মে মাসে বাংলাদেশের র‌্যাংকিং ছিল ১৭৮। এরপর জুন মাসে হয় ১৮১। এরপর নামতে নামতে ১৯৭ পর্যন্ত হয়েছিল। মাঝে মধ্যে কমলেও গত কয়েক বছর ১৮৩-১৮৭ পর্যন্তই ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। নয় বছর পর ১৮০ স্পর্শ করল তারা। ভারত বাংলাদেশের চেয়ে ৪৭ ধাপ এগিয়ে ছিল। সেই দলের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। আর ভারতের ৬ ধাপ অবনতি হয়ে ১৩৬ থেকে ১৪২ নেমেছে। বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলেছিল। সেই ম্যাচে ড্র করেছিল। ফিফার ওয়েবসাইটে অবশ্য ওই প্রীতি ম্যাচের ফলাফল প্রদর্শন করেনি। নেপাল ১৮০ থেকে নেমে ১৮২তম। এদিকে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭) এক ধাপ নামিয়ে পাঁচ নম্বরে উঠে গেছে ব্রাজিল। এক ধাপ করে এগিয়ে নবম ও দশম স্থানে উঠেছে জার্মানি ও ক্রোয়েশিয়া। ক্যামেরুনকে হারানোর পর তিউনিসিয়ার সঙ্গে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যথারীতি শীর্ষে আছে স্পেন। পরের তিনটি স্থানে আগের মতোই আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড অবস্থান করছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net