হাটহাজারীর যুবলীগ নেতা হত্যাসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১১:২৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১১:২৭:৫৯ অপরাহ্ন
হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীর কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ ১৬টি মামলার আসামী  মো. হানিফকে  গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গত রোববার বিকাল ৫টা দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফতেপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য। গ্রেফতারকৃত যুবলীগ নেতা হানিফ উল্লেখিত ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ সাহয্যা পাড়ার লাতু শিকদার বাড়ির মৃত নূর মোহাম্মদের পুত্র।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রুপন নাথ, মো. ফখরুল ইসলাম, আলী আকবর ও এএসআই মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ মো. হানিফকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের গত আগস্ট মাসে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলা, অবৈধ দখলবাজি, মাদক ব্যবসা, সরকারি গাছ বিক্রি, হত্যাসহ (২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত) হাটহাজারী ও রাউজান থানায় ১৬টি মামলা রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া  রোববার রাত আটটার দিকে এ প্রতিবেদককে জানান, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১৬টি মামলা পাওয়া গেছে, আরো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গ্রেফতারের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net