সৈয়দ ইব্রাহীমকে সংলাপে ডাকায় এবার ১২ দলীয় জোটের প্রতিবাদ

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৩:১৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৩:১৫:২৬ অপরাহ্ন
কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান হিসেবে সৈয়দ মো. ইব্রাহীমকে নির্বাচন কমিশনে (ইসি) সংলাপের আমন্ত্রণ জানানোয় প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট। গতকাল সোমবার ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে নির্বাচন কমিশনের চলমান সংলাপে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ও আমি, তুমি ও ডামি নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশকে আমন্ত্রণ জানানো হয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করে এ আমন্ত্রণ এমন এক রাজনৈতিক পরিবেশকে বৈধতা দেয়, যা দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করেছেন। এটি জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি। আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রামে যেসব দল বা সংগঠন স্বৈরাচারী শক্তির সহযোগী হিসেবে পরিচিত, তাদের সংলাপে অন্তর্ভুক্ত করা একটি ভুল রাজনৈতিক বার্তা দেয় এবং জনগণের আস্থা ও বিশ্বাসের পরিপন্থি। নির্বাচন কমিশনের সংলাপকে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক ও দায়বদ্ধ করার দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব দল গণতান্ত্রিক সংস্কৃতি, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় নির্ভরযোগ্য ভূমিকা রাখে না, তাদের অযৌক্তিক অংশগ্রহণ অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে। কমিশনকে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গণমানুষের আস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। গণতন্ত্র নিয়ে ছলচাতুরি নয়, বরং জনগণের কণ্ঠস্বরকে সত্যিকারভাবে প্রতিনিধিত্ব করার জন্যই সংলাপ হওয়া উচিত। অন্যথায় কোনো সংলাপই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা এ অবিচারপূর্ণ সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাই এবং গণতন্ত্ররক্ষার আন্দোলনে সকল নাগরিকের সংহতি কামনা করি। ১২ দলীয় জোটভুক্ত দলগুলো হলো- জাতীয় পার্টি, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাতীয় দল, জমিয়েত উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ, ইসলামিক পার্টি, ইউনাইটেড লিভারেল পার্টি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপি ও গণতান্ত্রিক পার্টি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net