নন-এমপিও ঐক্যপরিষদের অবস্থান কর্মসূচি

শিক্ষাখাতে ব্যয়ের একটি অংশ সরকারকে বহন করতে হবে : নুর

আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১২:২৪:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১২:২৪:১৫ পূর্বাহ্ন
শিক্ষাব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতে ব্যয়ের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদ কর্তৃক সরকার প্রতিশ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষকদের যদি নিজেদের দাবি দাওয়া নিয়ে কয়েকদিন পরপর রাজপথে আন্দোলন করতে হয়, প্রেস ক্লাবের সামনে বসে থাকতে হয়, তাহলে শিক্ষার্থীরা তাদের থেকে কী শিখবে? প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু একজন শিক্ষক ছিলেন। সুতরাং এটা এখন সময়ের দাবি, শিক্ষাব্যবস্থাকে সর্বজনীন করতে হবে এবং এর ব্যয়ভার একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন অনেকেই আমাদের নিয়ে হাসি তামাশা করেছে। কিন্তু আমরা কী পারি, সেটা দেখিয়েছি এবং সামনেও দেখাবো। নুর আরও বলেন, সম্প্রতি আমার সঙ্গে দুজন শিক্ষকের কথা হয়েছিল। তারা বলেছিলেন দাবি অনুযায়ী শিক্ষকদের বেতন বাবদ সরকারের ১০০০ কোটি টাকা লাগবে। এই এক হাজার কোটি টাকা কিন্তু সরকারের জন্য কিছুই না। যেখানে সালমান এফ রহমানই নিয়ে গেছে ৫৪ হাজার কোটি টাকা। সালমান এফ রহমান তো শুধু একজন, এরকম অসংখ্য রয়েছে। সুতরাং সরকারের এসব বিষয় বিবেচনা করতে হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net