ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ‘আনন্দ ঝিলমিল’ নবীনবরণ

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১১:০৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১১:০৯:০৯ অপরাহ্ন
দুই দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যদিয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘আনন্দ ঝিলমিল’ নবীনবরণ। এতে অংশ নেয় প্রায় আট হাজার শিক্ষার্থী। নতুন শিক্ষাজীবনের সূচনাকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দমুখর, প্রাণবন্ত এক আবহ।  রোববার রাজধানীর ঢাকা-ডেমরা সড়কের কাঠেরপুলে অবস্থিত কলেজ প্রাঙ্গনে এক আনন্দঘণ পরিবেশে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। কলেজকে এগিয়ে নিতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশনের মাধ্যমে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার।
কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান অফরোজা বেগম লতা ও কলেজের সম্মানিত প্রভাষকবৃন্দ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net